গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন আমার আজ পলি ফ্যারে
মন আমার আজ পলি ফ্যারে ।
দিনে দিনে পিতৃধন গেলো চোরে ॥
মায়া মদ খেয়ে মনা দিবানিশি ঝোক ছোটেনা ।
পাছবাড়ির উল হলোনা কে কি করে ॥
ঘরের চোরে ঘর মারে মন হয়না খোজ জানবি কখন ।
একবারও দিলেনা নয়ন আপন ঘরে ॥
ব্যাপার করতে এসেছিলি আসলে বিনাশ হলি ।
লালন কয় হুজুরে গেলে বলবি কীরে ॥

তথ্য