গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন আমার চরকা ভাঙা টেকো এড়ানে
মন আমার চরকা ভাঙা টেকো এড়ানে ।
টিপে সোজা করবো কত আর তো প্রাণে বাঁচিনে ॥
একটি আঁটি আর একটি খসে বেতো চরকা লয়ে যাবো কোন দেশে ।
একটি কল তার বিকল হলে সারতে পারে কোনজনে ॥
ছুতোর ব্যাটার গুণ পরিপাটি ষোলোকলে ঘুরায় টেকোটি ।
আর কতকাল বইবো এ হাল এ বেতো চরকার গুণে ॥
সামান্য কাঠ পাটের চরকা হয় খসলে খুটো খেটে আটা যায় ।
মানবদেহ চরকা সে হয় লালন কি তার ভেদ জানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা