গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন আমার কি ছার গৌরব করছো ভবে
মন আমার কি ছার গৌরব করছো ভবে ।
দেখনা রে মন হাওয়ার খেলা বন্ধ হতে দেরী কি হবে ॥
বন্ধ হলে এই হাওয়াটি মাটির দেহ হবে মাটি ।
ভেবে বুঝে হও মন খাটি কে তোরে কতই বুঝাবে ॥
হাওয়াতে হাওয়াখানা মাওলা বলে ডাক রসনা ।
শিয়রে তোর কালশমনে কখন যেন কী ঘটাবে ॥
ভবে আসার আগেরে মন বলেছিলে করবো সাধন ।
লালন বলে সেকথা মন ভুলেছো ভবের লোভে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৩০