গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন আমার কুসর মাড়াই জাঠ হলোরে
মন আমার কুসর মাড়াই জাঠ হলোরে ।
চিরদিন গুতায় পেড়ে আটলো নারে ॥
কতো রকম করি দমন কতই করি বন্ধন ছন্দন ।
কটাক্ষে মাতঙ্গ মন কখন যেন যায়রে সরে ॥
কপালের ফ্যার নইলে আমার লোভের কুকুর হই কি এবার ।
মনগুণে কি জানি হয় কখন যেন কি ঘটে রে ॥
মলয় পর্বতে কাষ্ঠের সবে সার হয় হয়না বাঁশের
লালন বলে মনের দোষে আমার বুঝি তাই হলোরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৩১