গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন আমার তুই করলি একী ইতরপনা
মন আমার তুই করলি একী ইতরপনা ।
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা ॥
শুদ্ধরাগে থাকতে যদি হাতে পেতে অটলনিধি ।
বলি মন তাই নিরবধি বাগ মনে না ॥
কী বৈদিকে ঘিরলো হৃদয় হলোনা সু রাগের উদয় ।
নয়ন থাকিতে সদাই হলি কানা ॥
বাপের ধন তোর খেলো সর্পে জ্ঞানচক্ষু নাই দেখবি কবে ।
লালন বলে হিসাবকালে যাবে জানা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩০৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৩৫