গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন বাতাস বুঝে ভাসাওরে তরী
মন বাতাস বুঝে ভাসাওরে তরী ।
তেহাটা ত্রিবেনীর তোড় তুফান ভারী ॥
একে অসার কাষ্ঠের নাও তাতে বিষম বদ হাওয়াও ।
কুপাকে কুপ্যাচে পড়ে প্রাণে মরি ॥
মহাজনের ধন এনে ডুবাইলাম এই ত্রিবিনে ।
মাড়ুয়া বাদীর মতো বুঝি যাই ধরা পড়ি ॥
কত কত মহাশয় সেই নদীতে মারা যায় ।
লালন বলে বুঝাবোরে মন তোর মাঝিগিরি ॥

তথ্য