গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন চোরারে কোথা পাই
মন চোরারে কোথা পাই ।
কোথা যাই মনরে আজ কীসে বোঝাই ॥
নিস্কলঙ্ক ছিলাম ঘরে কিবা রুপ নয়নে হেরে প্রাণে তো আর ধৈর্য্য নাই ।
ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেহুশ
থেকে থেকে ঐরুপ মনে পড়ে তাই ॥
রুপের কালে আমায় দংশিলে ঐ বিষ উঠিলো ধেয়ে ব্রহ্মমূলে
কেমনে সেই বিষ নামাই ।
ঐ বিষ গাঠরি করা না যায় হরা কী করিবে সে কবিরাজ গোসাঁই ॥
মন বুঝে ধন দিতে পারে কে আছে এই ভাবনগরে
কার কাছে এই প্রাণ জুড়াই ।
যদি গুরু দয়াময় এই অনল নিভায় লালন বলে সেই তো উপায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৪৩