গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন দেহের খবর না জানিলে মানুষরতন ধরা যায়না
মন দেহের খবর না জানিলে মানুষরতন ধরা যায়না ।
আপন দেহে মানুষ আছে করো তাহার ঠিকানা ॥
জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আত্মারাম ।
আত্মারামেশ্বর দিয়ে পঞ্চমাত্বা দড় হয় এদের চেনা ॥
দলপদ্মে রঙ দেখলে পরে তবেই চেনা যাবে আপনারে ।
অন্যে কি তাই বলবে তোরে করো গুরুর সাধনা ॥
ঘুমায় যখন এই মানুষে মন মানুষ রয় কোন দেশে ।
লালন বলে পেয়ে দিশে এমন অমূল্যধন দেখলেনা ॥

তথ্য