গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন দুঃখে বাঁচিনা সদাই
মন দুঃখে বাঁচিনা সদাই ।
সাড়ে তিন কাঠা জমি প্রমাণ তাই ॥
কোনদিকে হয় খুশির বাগান কতখানি হয় তার পরিমাণ ।
কতখানি তার অতীত পতিত কতখানি সে জলাশয় ॥
কেবা করে দফাদারি কেবা করে চৌকিদারী ।
তার হিসাব রাখে কোন কাচারি সবসময় ॥
বত্রিশ ফুল কারে বলে দেহের বাও বাতাস কোনদিক চলে ।
ফকীর লালন কয় দেহের মূল কোনদিকে রয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৩৬