গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন এখনো সাধ আছে আল ঠেলা বলে
মন এখনো সাধ আছে আল ঠেলা বলে ।
চুল পেকে হয়েছো হুড়ো চামড়া বুড়োর ঝুলমুলে ॥
গায়ে ভস্ম মেখে লোকেরে দেখাও মনে মনে মনকলাটি খাও ।
তোমার নাই সবুরই চাম কুঠুরি ছাড়বিরে আর কোনকালে ॥
হেটে যেতে হাটু নড়বড়ায় তবু যেতে সাধ মন বারো পাড়ায় ।
চেংড়ার সুমার বুদ্ধি তোমার ভ্রু কুচকে জানালে ॥
কেউ বলে পাগলা বুড়ো পীর আমার মন রয়না স্থির ।
মন কি মনাই নইলে কি ভাই লালন কয় ভূমি সেচাই অকালে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা