গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন জানেনা মনের ভেদ একী কারখানা
মন জানেনা মনের ভেদ একী কারখানা ।
এই মনে ঐ মন করছে ওজন কোথা সে মনের থানা ॥
মন দিয়ে মন ওজন করায় দুইমনে একমন লেখে খাতায় ।
তারে ধরে যোগসাধনে ধরগে আসল নিশানা ॥
মন এসে মনহরণ করে লোকে ঘুম বলে তারে ।
কত আনকা শহর আনকা নহর ভ্রমিয়ে দেখায় তৎক্ষণা ॥
সদাই সে মন বাইরে বেড়ায় বদ্ধ সে তো রয়না আড়ায় ।
ফকীর লালন বলে সন্ধি জেনে করগে মনের ঠিকানা ॥

তথ্য