গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন কি ইহাই ভাবো আল্লা পাবো নবী না চিনে
মন কি ইহাই ভাবো আল্লা পাবো নবী না চিনে ।
কারে বলিস নবী নবী তার দিশে পেলিনে ॥
বীজ মানে সাঁই বৃক্ষ নবী দেল ঢুড়িলে জানতে পাবি ।
কী বলবো সেই বৃক্ষের খুবি তার একডালে দ্বীন আর একডালে দোনে ॥
যে নূরে হয় আদম পয়দা সেই নবীর তরিক জুদা ।
নূরের পেয়ালা খোদা দিলেন তারে খোদ অঙ্গ জেনে ॥
চার কারের উপরে দেখো আশ্রয় করে ছিলেন কে গো ।
পূর্বাপরের খবর রাখো জানবি লালন নবীর ভেদ মানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৪১