গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন তোমার হলোনা দিশে
মন তোমার হলোনা দিশে ।
এবার মানুষের করণ হবে কীসে ॥
যখন আসবে যমের চেলা ভেঙে যাবে ভবের খেলা ।
সেদিন হিসাব দিতে বিষম জ্বালা ঘটবে শেষে ॥
উজান ভেটেন দুটি পথ ভক্তিমুক্তির করণ সে তো ।
তাতে যায়না জরামৃত যমের ঘরে সে ॥
যে পরশে পরশ হবি সে করণ আর কবে করবি ।
সিরাজ সাঁই কয় লালন রলি ফাঁকে বসে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৪৪