গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন তোর আপন বলতে কে আছে
মন তোর আপন বলতে কে আছে ।
কার কাঁদায় কাঁদো মিছে ॥
থাক সে ভবের ভাই বেরাদার প্রাণপাখি সে নয় আপনার ।
পরের মায়ায় মজে এবার প্রাপ্ত ধন হারাই পিছে ॥
সারানিশি দেখো মনুরায় নানান পাখি একবৃক্ষে রয় ।
যাবার বেলা কে কারে কয় দেহের প্রাণ তেমনই সে যে ॥
মিছে মায়ার মদ খেয়োনা প্রাপ্ত পথ সব ভুলে যেয়োনা ।
এবার গেলে আর হবেনা পড়বিরে কয় যুগের প্যাচে ॥
আসতে একা এলি যেমন যেতে একা যাবি তেমন ।
সিরাজ সাঁই বলেরে লালন কার দুঃখে কাঁদো মিছে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা