গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন তোর বাকীর কাগজ গেলো হুজুরে
মন তোর বাকীর কাগজ গেলো হুজুরে ।
কখন জানি আসবে শমন সাধের অন্তঃপুরে ॥
যখন ভিটেয় হয় বসতি দিয়েছিলে খোশ কবুলতি ।
হরদমে নাম রাখবো স্থিতি এখন ভুলেছো তারে ॥
আইনমাফিক নিরিখ দেনা তাতে কেন ইতরপনা ।
যাবেরে মন যাবে জানা যাবে আখেরে ॥
সুখ পেলে হও সুখভোলা দুখ পেলে হও দুখ উতলা ।
লালন কয় সাধনের খেলা কীসে জুত ধরে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা