গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন তুই ভেড়ুয়া বাঙাল জ্ঞানছাড়া
মন তুই ভেড়ুয়া বাঙাল জ্ঞানছাড়া ।
সদরের সাজ করছো ভালো পাছবাড়ি তোর নাই বেড়া ॥
কোথায় বস্তু কোথারে মন চৌকি পাহারা দাও হামেশক্ষণ ।
তোমার কাজ দেখি পাগলের মতন কথায় যেমন কাঠফোড়া ॥
কোন কোণায় কি হচ্ছে ঘরে একদিনও তা দেখলিনা রে ।
পিতৃধন তোর গেলো চোরে হলিরে তুই ফোকতাড়া ॥
পাছবাড়ি আটলা করো মনচোরারে চিনে ধরো ।
লালন বলে নইলে তোরও থাকবেনা মূল এক কড়া ॥

তথ্য