গীতিকার: লালন ফকির
শিরোনাম: মন তুমি গুরুর চরণ ভুলোনা
মন তুমি গুরুর চরণ ভুলোনা ।
গুরু বিনে এ ভুবনে পারে যাওয়া যাবেনা ॥
পারে লয়ে যাবে যাহা ঠিক রাখো ষোলো আনা ।
পারের সম্বল না থাকিলে পাটনি পার করবেনা ॥
হকের উপরে থাকবে যখন লাহুত মোকাম চিনবে তখন ।
এই সত্য জেনে ও মন মানুষ তুমি ধরলে না ॥
পারের সম্বল লাগবেনা এমন পাগল আর দেখিনা ।
ফকীর লালন বলে মন রসনা করো গুরুর বন্দনা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা