গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনচোরারে ধরবি যদি ফাঁদ পাতো আজ ত্রিবিনে
মনচোরারে ধরবি যদি ফাঁদ পাতো আজ ত্রিবিনে ।
অমাবস্যা পূর্ণিমাতে বারামখানা সেইখানে ॥
ত্রিবিনের ত্রিধারা বয় তার ধারা চিনে ধরতে পারলে হয় ।
কোন ধারায় তার সদাই বিহার হচ্ছে ভাবের ভুবনে ॥
সামান্যে কি যায় তারে ধরা অষ্টপ্রহর দিতে হয় প্রহরা ।
কখন সে ধারায় মিশে কখন রয় নির্জনে ॥
শুক্লপক্ষে ব্রহ্মাণ্ডে গমন কৃষ্ণপক্ষে যায় নিজ ভুবনে ।
লালন বলে সে রুপলীলে দিব্যজ্ঞানী সেই জানে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৪২