গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনের এ মন হলোনা একদিনে
মনের এ মন হলোনা একদিনে ।
ছিলাম কোথায় এলাম হেথায় যাবো কার সনে ॥
আমার বাড়ি আমার এ ঘর মিছে কেবল ঝকমারি সার ।
কোনদিন পলকে সব হবে সংহার হবে কোনদিনে ॥
পাকা দালানকোঠা দেবো মহাসুখে বাস করিবো ।
আমি ভবলামনা কোনদিনে যাবো যাবো শ্মশানে ॥
কি করিতে কিবা করি পাপের বোঝাই হলো ভারি ।
লালন কয় তরঙ্গ ভারি দেখি শমনে ॥

তথ্য