গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনের হলো মতি মন্দ
মনের হলো মতি মন্দ ।
তাইতে হয়ে রইলাম জন্মান্ধ ॥
ভবরঙ্গে রইলাম মজে ভাব দাড়ায় না হৃদয় মাঝে ।
গুরুর দয়া হবে কীসে ভক্তিবিহীন পশুর ছন্দ ॥
ত্যাজিয়ে সুধারতন গরল খেয়ে ঘটাই মরণ ।
মানিনে সাধু গুরুর বচন তাইতে মূল হারিয়ে হইরে ধন্দ ॥
বালকবৃদ্ধ সকলে কয় সাধুচিত্ত আনন্দময় ।
লালন বলে সদাই যায়না আমার নিরানন্দ ॥

তথ্য