গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনরে যে পথে সাঁইয়ের আসা যাওয়া
মনরে যে পথে সাঁইয়ের আসা যাওয়া ।
তাতে নাই মাটি আর হাওয়া ॥
আলীপুর করে কাচারী তার উপরে নিঃশব্দপুরী ।
জীবের সাধ্য কি তার উল পাওয়া ॥
নিগূঢ় ঠাই সতত থাকে যথা যে যা করো সব সে দেখে ।
দেখতে নারে চর্মচোখে কেউ দেখেনা তার কায়া ॥
মন যদি যায় মনের উপরে তবে অধর সাঁইকে ধরতে পারে ।
অধীন লালন কয় বিনয় করে কে জানে তাহা ॥

তথ্য