গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনের কথা বলবো কারে
মনের কথা বলবো কারে ।
মন জানে আর জানে মরম মজেছি মন দিয়ে যারে ॥
মনের তিনটি বাসনা নদীয়ায় করবো সাধনা ।
নইলে মনের বিয়োগ যায়না তাইতে ছিদাম এ হাল মোরে ॥
কটিতে কৌপিন পরিবো করেতে করঙ্গ নেবো ।
মনের মানুষ মনে রাখবো কর যোগাবো মনের শিরে ॥
যে দায়ের দায় আমার এমন রসিক বিনে বুঝবে কোনজন ।
গৌর হয়ে নন্দের নন্দন লালন কয় তা বিনয় করে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৫৬