গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনের মানুষ চিনলাম নারে
মনের মানুষ চিনলাম নারে ।
পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে ॥
সাধুর হাটে কাচারী হয় অধোমুণ্ডে ঘুরে বেড়ায় ।
ছয়জনা মিশতে না দেয় মনের মানুষ ধরি কি করে ॥
আরজ আমার সাধুর হাটে মানুষ হয়ে মানুষ কাটে ।
তাহার বাস কাহার নিকটে সৃষ্টি করলে কী প্রকারে ॥
লালন বলে ভেবে দেখি কেবল তোমার ফাঁকাফাঁকি ।
চাতুরী জুড়েছো নাকি আছি তোমার আশা করে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৬১