গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনের মানুষ খেলছে দ্বিদলে
মনের মানুষ খেলছে দ্বিদলে ।
যেমন সৌদামিনী মেঘের কোলে ॥
রুপ নিরুপন হবে যখন মনের মানুষ দেখবি তখন ।
জনম সফল হবে ও মন সে রুপ দেখিলে ॥
আগে না জেনে উপাসনা আন্দাজি কি হয় সাধনা ।
মিছে কেবল ঘুরে মরা মনের গোলমালে ॥
সেই মানুষ চিনলো যারা পরম মহাত্মা তারা ।
অধীন লালন বলে দেখ নয়ন খুলে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৬০