গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনের নেংটি এটে করোরে ফকীরি
মনের নেংটি এটে করোরে ফকীরি ।
আমানতের ঘরে যেন হয়না রে চুরি ॥
এই দেশেতে দেখিরে ভাই ডাকিনী যোগীনির ভয় ।
দিনেতে মানুষ ধরে খায় থেকো হুশিয়ারী ॥
বারে বারে বলিরে মন করো রে আত্মসাধন ।
আকর্ষণে দুষ্ট দমন মারো ধরি ধরি ॥
কাজে দেখি ধড়ফড়ে নেংটি তোমার নড়বড়ে ।
খাটবেনা রে লালন ভেড়ে টাকশালে চাতুরি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৭
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৫৭