গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনের ভাব বুঝে নবী মর্ম খুলেছে
মনের ভাব বুঝে নবী মর্ম খুলেছে ।
কেউ ঢাকা দিল্লি হাতড়ে ফেরে কেউ দেখে কাছে ॥
সিনা আর সফিনার মানি ফাঁকাফাঁকি দিনরজনী ।
কেউ দেখে মত্ত কেউ শুনে মত্ত কেউ আকাশ ধেয়েছে ॥
সফিনায় শরার কথা জানাইলে যথাতথা ।
কারো সিনায় সিনায় ভেদ পুসিদায় বলে গিয়েছে ॥
নবুয়তে নিরাকার কয় বেলায়তে বরজোখ দেখায় ।
অধীন লালন পলো পূর্ণ ধোকায় এই ভেদ মাঝে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৫৯