গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনেরে আর বুঝাই কীসে
মনেরে আর বুঝাই কীসে ।
ভবযাতনা আমার জ্ঞানচক্ষু আঁধার যেমন ঘিরলোরে রাহুতে এসে ॥
যেমন বনে আগুন লাগে
দেখে সর্বলোকে
মন আগুন কে দেখে মনকোঠা ফেঁসে ॥
এ সংসারে বিধি বড়ো বল ধরে
কর্মফাঁসে বেঁধে মারিলে আমারে
কারে শুধাই এসব কথা কে ঘুচাবে ব্যাথা মন আগুনে মন দগ্ধ হতেছে ॥
ভবে আসা আমার মিথ্যে আসা হলো
অসার ভেবে সকলই ফুরালো
পূর্বে যে সুকৃতি ছিলো পেলাম তার ফল আবার যেন আমার কী হবে শেষে ॥
গুণে আনি দেওয়া হয়ে যায়রে কূয়ো
তেমনই আমার সকল কার্য ভুয়ো
লালন ফকীর সদাই দিচ্ছে গুরুর দোহাই আর যেন না আসি এমন দেশে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা