গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনেরে বুঝাইতে আমার দিন হলো আখেরী
মনেরে বুঝাইতে আমার দিন হলো আখেরী ।
বোঝেনা মন আপন মরণ এ কী অবিচার ॥
ফাঁদ পাতিলাম শিকার বলে সে ফাঁদ বাঁধলো আপন গলে ।
এ লজ্জা কি যাবে ধুলে এই ভবের কাচারী ॥
পর ধরতে যাই লোভ দেখে আপনি লোভে পড়ি যেয়ে ।
হাতের মামল হারায়ে শেষে কেঁদে ফিরি ॥
ছায়ের জন্য আনলাম আদার আদারে ছা খেলো এবার ।
লালন বলে বুঝলাম আমার ভগ্নদশা ভারি ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা