গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনরে দ্বীনের ভাব যেই ধারা শুনলেরে জীবন অমনই হয় সারা
মনরে দ্বীনের ভাব যেই ধারা শুনলেরে জীবন অমনই হয় সারা ।
ও সে মরার সঙ্গে মরে ভাবসাগরে ডুবতে যদি পরে রসিক তারা ॥
অগ্নি ঢাকা যৈছে ভস্মের ভিতরে সুধা তৈছে গরলে হল করে ।
কেউ সুধার লোভে যেয়ে মরে গরল খেয়ে মন্থনে সুতাক না জানে যারা ॥
দুধে ননীতে মিলন সর্বদা মন্থনদণ্ডে করে আলাদা ।
মনরে তেমনই ভাবের ভাবে সুধানিধি পাবে মুখের কথা নয়রে সে ভাব করা ॥
যে স্তনেতে দুগ্ধ খায়রে শিশু ছেলে জোকের মুখে সেথা রক্ত এসে মেলে ।
অধীন লালন ভেবে বলে বিচার করিলে কুরসে সুরস মেলে সেই ধারা ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৩
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৫০