গীতিকার: লালন ফকির
শিরোনাম: মনরে সামান্যে কি তারে পায়
মনরে সামান্যে কি তারে পায় ।
শুদ্ধপ্রেমে ভক্তির বশ কৃষ্ণ দয়াময় ॥
কৃষ্ণের আনন্দপুরী কামী লোভী যেতে নারে ।
শুদ্ধভক্তির ভক্তের দ্বারে সে চরণ নিকটে রয় ॥
বাঞ্ছা থাকলে সিদ্ধি মুক্তি তারে বলে হেতুভক্তি ।
নিহেতু ভক্তির রীতি সবেমাত্র দীননাথের পায় ॥
ব্রজের নিগূঢ়তত্ব গোসাঁই শ্রীরুপেরে সব জানালে তাই ।
লালন বলে মুর্শিদ সাধলে সেইমতো রসিক মহাশয় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৭৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৫১