গীতিকার: লালন ফকির
শিরোনাম: মোরাকাবা মোশাহেদায় আশেকজনা মশগুল রয়
মোরাকাবা মোশাহেদায় আশেকজনা মশগুল রয় ।
ফানা ফিল্লায় দাখিল হলে ইরফানি কোরাণ তারে শোনায় ॥
আবির কুবির জানলে পরে চাররঙ যায় আপনি সরে ।
শেষে আবার লালরঙ ধরে তারে কি হাতে ধরা যায় ॥
নফসের জ্যোতি আসলে পরে বিজলীর চটক ঝরে ।
যে নফস সাধন না করে তারে কি সাধক বলা যায় ॥
আদ্যরুপ পুরা নফস জারি সামাল হলে হয় ফকীরি ।
লালন বলে হায় কি করি বলো কোথা যাই ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪১০
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা