গীতিকার: লালন ফকির
শিরোনাম: মরে ডুবতে পারলে হয়
মরে ডুবতে পারলে হয় ।
মরে যদি ভেসে ওঠে সে মরার ফল কি তায় ॥
মরা তো অনেকে মরে ডোবা কঠিন হয় গভীরে ।
মৃত্তিকাহীন সরোবরে থাকলে স্বরুপ রুপাশ্রয় ॥
মরণের আগেতে মরা প্রেমডুবারু হয়ে তারা ।
সে জানতে পায় অধর ধরা অঠাইয়ে দিয়ে ঠাই ॥
ডোবেনা মন ওঠে ভেসে ডুবতে চায় গলায় কলসি বেঁধে ।
অধীন লালন বলছে কেঁদে না জানি সাঁই কোন ঘাটে লাগায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা