গীতিকার: লালন ফকির
শিরোনাম: মরি হায় কী ভবে তিনে এক জোড়া
মরি হায় কী ভবে তিনে এক জোড়া ।
তিনের বসত ত্রিভুবনে মিলনের এক মহড়া ॥
নর নারায়ণ পশু জীবাদি দুয়েতে এক মিলন জোড়া চারযুগ অবধি ।
তিনেতে এক মিলন জোড়া এ বা কোন যুগের দাড়া ॥
তিন মহাজন বসে তিন ঘরে তিনজনার মন বাঁধা আছে আধা নিহারে ।
অধর মানুষ ধরবি যদি ভাঙ দেখি বিধির বেড়া ॥
তিনজনা সাত পন্থির উপরে আদ্যপন্থি আছে ধরা জানগে যা তারে ।
ফকীর লালন বলে সেহি ছলে মিলবে যে পথের গোড়া ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা