গীতিকার: লালন ফকির
শিরোনাম: ময়ূর রুপে কে গাছের উপরে
ময়ূর রুপে কে গাছের উপরে ।
দুই ঠোটে তসবী জপ করে ॥
গাছের গোড়ায় করিম রহিম শুনি গাছের নাম রেখেছেন সাঁই রব্বানী ।
গাছের চারটি শাখা দেখতে বাঁকা কোন শাখায় কোন রঙ ধরে ॥
তিপ্পান্ন হাজার সেই গাছের নাম সেই নামটি হয় মারেফত নাম ।
ডাকলে একনাম ধরে জীবের যত পাপ হরে
সাধ্য কি জীবে এত পাপ করে ॥
সত্তুর লাখ আঠারো হাজার সাল নাম নিতে গেলে এত কাল ।
সিরাজ সাঁই বলছে লালন এসে কী করলি ভবের পারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪৫৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৬৮