গীতিকার: লালন ফকির
শিরোনাম: মুখে পড়োরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ
মুখে পড়োরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ।
আইন ভেজিলেন রাসুলুল্লাহ ॥
লা ইলাহা নফি যে হয়ল ইল্লাল্লাহ সেই দ্বীন দয়াময় ।
নফি এসবাত ইহারে কয় সেই তো এবাদাতুল্লাহ ॥
লা শরীক জানিয়া তাকে পড়ো কালাম দেলে মুখে ।
মুক্তি পাবি থাকবি সুখে দেখবিরে নূর তাজাল্লা ॥
নামের সহিত রুপ ধেয়ানে রাখিয়ে জপো ।
বে নিশানায় যদি ডাকো চিনবি কীরুপ কে আল্লা ॥
বলেছে সাঁই আল্লা নূরী এই জিকিরের দরজা ভারী ।
সিরাজ সাঁই তাই কয় ফুকারী শোনরে লালন বেলিল্লাহ ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৪৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৮০