গীতিকার: লালন ফকির
শিরোনাম: মুখের কথায় কি চাঁদ যায় রসিক না হলে
মুখের কথায় কি চাঁদ যায় রসিক না হলে ।
সে চাঁদ দেখলে অমনি ত্রিজগত ভোলে ॥
শম্ভূরসের উপাসনা না জানিলে রসিক হয়না ।
গাভীর ভাণ্ডে গোরোচনা নানা শস্য যাতে ফলে ॥
মনমোহিনীর মনোহরা যে রসে পড়েছে ধরা ।
জাতে পারে রসিক যারা অহিমুণ্ডে উভয় ধীর হলে ॥
নিগূঢ়প্রেম রসরতির কথা জেনে মুড়াও মনের মাথা ।
কেন লালন ঘুরছো বৃথা শুদ্ধ সহজ রাগের পথ ভুলে ॥

তথ্য