গীতিকার: লালন ফকির
শিরোনাম: মূলের ঠিক না পেলে সাধন হয় কীসে
মূলের ঠিক না পেলে সাধন হয় কীসে ।
কেউ বলেরে শ্রীকৃষ্ণ মূল কেউ বলে মূল ব্রহ্ম সে ॥
ব্রহ্ম ঈশ্বরে দ্বৈত লেখা যায় শাস্ত্রমতো ।
উচানিচা কি তার এত করিতে হয় সেই দিশে ॥
কোথা যাই কিবা করি বলে বেড়াই গোলে হরি ।
লালন কয় এক জানতে নারি তাইতে বেড়ায় মন ভেসে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা