গীতিকার: লালন ফকির
শিরোনাম: মুর্শিদ ধনী গুণমণি গোপনে রলো
মুর্শিদ ধনী গুণমণি গোপনে রলো ।
তারে চেনা না গেলো ॥
চার যুগে সে রয় গোপনে দেখা নাই তার কারো সনে
ব্রহ্মা বিষ্ণু না পায় ধ্যানে মুনিগণে ঘুরে মলো ।
নূর নবীকে মেহের করে আপনি দিদার দিলো ॥
ইঞ্জিল তৌরাত জব্বুর কোরাণ চার কোরাণ করলে সোবহান
কোনটা তার করলেন নিশান তার প্রমাণ জগতে আর কি রলো ।
সে কখন কোন ধ্যানে থাকে কিছুই না জানা গেলো ॥
সাধুর জবানে শুনি ধরাতে আছেন ধনী
কথা কয়না গুণমণি চেনা বিষম দায় হলো ।
ভেবে লালন বলে মলাম ঘুরে মানবজনম অসার হলো ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৪০৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা