গীতিকার: লালন ফকির
শিরোনাম: মুর্শিদ রঙমহলে সদাই ঝলক দেয়
মুর্শিদ রঙমহলে সদাই ঝলক দেয় ।
যার ঘুচেছে মনের আঁধার সে দেখতে পায় ॥
সপ্ততলে অন্তপুরী আলীপুরে তার কাচারী ।
দেখলেরে মন সে কারিগরী হরি মহাশয় ॥
সজল উদয় সেই দেশেতে অনন্ত ফুল ফলে তাতে ।
প্রেমজাল পাতলে তাতে অধর ধরা যায় ॥
রত্ন যে পায় আপন ঘরে সে কি বাইরে খুজে মরে ।
না বুঝিয়ে লালন ভেড়ে দেশ বিদেশে ধায় ॥

তথ্য