গীতিকার: লালন ফকির
শিরোনাম: মুর্শিদের মহৎ গুণ নেনা বুঝে
মুর্শিদের মহৎ গুণ নেনা বুঝে ।
যার কদম বিনে ধরম করম মিছে ॥
যতসব কলেমা কালাম ঢুড়িলে মেলে তামাম কোরাণ বিচে ।
তবে কেন পড়া ফাজেল মুর্শিদ ভজে ॥
মুর্শিদ যার আছে নিহার ধরতে পারে অধর সেই অনাসে ।
মুর্শিদ খোদা ভাবলে জুদা পড়বি প্যাচে ॥
আলাদা বস্তু কি ভেদ কিবা সে ভেদ মুর্শিদ জগতমাঝে ।
সিরাজ সাঁই কয় দেখরে লালন আক্কেল খুজে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩১৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা