গীতিকার: লালন ফকির
শিরোনাম: মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে
মুর্শিদের ঠাই নেনা রে তার ভেদ বুঝে ।
এ দুনিয়ায় সিনায় সিনায় কি ভেদ নবী বিলিয়েছে ॥
সিনার ভেদ সিনায় সিনায় সফিনার ভেদ সফিনায় ।
যে পথে যার মন হলো ভাই সেই সে পথে দাড়িয়েছে ॥
কুতর্ক আর কু স্বভাবী তারে ভেদ বলেনাই নবী ।
ভেদের ঘরে দিয়ে চাবী শরা মতে বুঝিয়েছে ॥
নেকতন বান্দারা যত ভেদ পেলে আউলিয়া হতো ।
নাদানেরা শূল চাচিতো মনসুর হাল্লাজ তার সাবুদ আছে ॥
তফসিরে হোসাইনী নাম তাই ঢুড়ে মসনবী কালাম ।
ভেদ ইশারায় লেখা তামাম লালন বলে নাই নিজে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১৩৪
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৮৫