গীতিকার: লালন ফকির
শিরোনাম: মুর্শিদকে মান্য করিলে খোদার মান্য হয়
মুর্শিদকে মান্য করিলে খোদার মান্য হয় ।
সন্দেহ যদি হয় কাহারো কোরাণ দেখলে মিটে যায় ॥
দেখো বেমুরিদই যত শয়তানের অনুগত ।
এবাদত বন্দেগী তার তো সই দেবেনা দয়াময় ॥
মুর্শিদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সে হয় ।
কোরাণে তো সাফ লেখা রয় আবার অলি দরবেশ তারাও কয় ॥
মুর্শিদের মেহের হলে খোদার মেহের তারে বলে ।
হেন মুর্শিদ না ভজিলে তার কি আর আছে উপায় ॥
মুর্শিদ হন পথের দাড়া যাবে কোথায় তারে ছাড়া ।
সিরাজ সাঁই কয় লালন গোড়া মুর্শিদ ভজলে জানা যায় ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৫১
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৫৮৪