গীতিকার: লালন ফকির
শিরোনাম: মুর্শিদতত্ব অথৈ গভীরে
মুর্শিদতত্ব অথৈ গভীরে ।
চার রসের মূল সেই রস রসিকে জানতে পারে ॥
চার পথের চার নায়ক জানি খাক আতশ পবন পানি ।
মুর্শিদ বলে কারে মানি দেখো দেখি হিসাব করে ॥
শরীয়ত তরিকত আর যে মারেফত হকিকত লিখেছে ।
এ চার ছাড়া পথ আছে জানে দরবেশ ফকীরে ॥
পনেরো পোয়া দেহের বলন করতে যদি পারো লালন ।
তবে স্বদেশের জানবি সেই অনুসারে ॥

তথ্য