গীতিকার: লালন ফকির
শিরোনাম: না বুঝে মজোনা পীরিতে
না বুঝে মজোনা পীরিতে ।
বুঝে সুঝে করো পীরিত শেষ ভালো দাড়ায় যাতে ॥
ভবের পীরিত ভূতের কীর্তন ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন ।
অবশেষে হয় তার মরণ তেমাথা পথে ॥
যদি পীরিতের হয় বাসনা সাধুর কাছে জানগে বেনা ।
লোহা যেমন স্পর্শে সোনা হবে সেইমতে ॥
এক পীরিতে দ্বিভাগ চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন ।
বিনয় করে বলছে লালন এই গজতে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৩৬