গীতিকার: লালন ফকির
শিরোনাম: না ছিলো আসমান যমীন পবন পানি সাঁই তখন নিরাকারে
না ছিলো আসমান যমীন পবন পানি সাঁই তখন নিরাকারে ।
এলাহি আল আলমিন সিদরাতুন একিন কুদরতি গাছ পয়দা করে ॥
গাছের ছিলো চার ডাল হলো হাজার সাল ।
এক এক ডাল তার এতই দূরে ॥
সত্তুর হাজার সাল ধরে গাছের পরে সাধন করে ।
বারিতলার হুকুম হলো নূর ঝরিলো ঝরিয়ে দুনিয়া সৃষ্টি করে ॥
একদিন সাঁই ডিম্বভরে ভেসেছিলো একেশ্বরে ।
লালন বলে হায় কী খেলা কাদির মাওলা করেছে লীলে অপার পারে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ১১২
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা