গীতিকার: লালন ফকির
শিরোনাম: না দেখলে লেহাজ করে মুখে পড়লে কি হয়
না দেখলে লেহাজ করে মুখে পড়লে কি হয় ।
মনের ঘোরে কেশের আড়ে পাহাড় লুকায় ॥
আহমদ নামে দেখি মীম হরফটি দেখায় নফি ।
মীম গেলে সে হয় কি দেখো পড়ে সবাই ॥
আহাদ আহমদে এক লায়েক সে মর্ম পায় ।
আকার ছেড়ে নিরাকারে সেজদা কে দেয় ॥
জানাতে ভজনকথা তাইতে খোদা অলিরুপ হয় ।
লালন গেলো পড়ে ধূলায় দাহিরিয়ার ন্যায় ॥

তথ্য