গীতিকার: লালন ফকির
শিরোনাম: না ঘুচিলে মনের ময়লা
না ঘুচিলে মনের ময়লা ।
সেই সত্য পথে না যায় চলা ॥
মন পরিস্কার করো আগে অন্তর বাহির হবে খোলা ।
তবে যত্ন হলে রত্ন পাবে এড়াবে সংসার জ্বালা ॥
স্নানাদি বস্ত্র পরিস্কার অঙ্গে ছাপ জপমালা ।
দেখো এ সকলই ভ্রান্ত কেবল লোকদেখানো ছেলেখেলা ॥
ভবনদী তরবি যদি কড়ি যোগাড় করো এইবেলা ।
সিরাজের প্রেমে মগ্ন হলে লালন তোর ঘুচবে মনের ঘোলা ।

তথ্য