গীতিকার: লালন ফকির
শিরোনাম: না হলে মন সরলা কী ধন মেলে কোথায় ঢুড়ে
না হলে মন সরলা কী ধন মেলে কোথায় ঢুড়ে ।
হাতে হাতে বেড়াও মিছে তওবা পড়ে ॥
মুখে যে পড়ে কালাম তারই সুনাম হুজুরী বাড়ে ।
মন খাটি নয় বাধলে কি হয় বনে কুড়ে ॥
মক্কা মদীনায় যাবি ধাক্কা খাবি মন না মুড়ে
হাজী নাম কওলালি কেবল জগত জুড়ে ॥
মন যার হয়েছে খাটি মুখে যদি গলদ পড়ে
খোদা তাতে নারাজ নয়রে লালন ভেড়ে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৪৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৩৭