গীতিকার: লালন ফকির
শিরোনাম: না জানি কেমন রুপ সে
না জানি কেমন রুপ সে ।
রুপের সৌরভে যার ত্রিভুবন মোহিত করেছে ॥
রুপ দেখিতে হয় বাসনা কে দেবে তার উপাসনা ।
কোথায় বাড়ি কোথায় ঠিকানা আমি খুজে পাইনে কোনো দেশে ॥
আকার কি সাকার ভাবিবো নিরাকার কি জ্যোতিরুপ ।
এ কথা কারে শুধাবো সৃষ্টি করলে কোথায় বসে ॥
রুপের দেশে গোল যদি রয় কি করিতে কি বলা যায় ।
গোলে হরি বললে কী হয় লালন ভেবে না পায় দিশে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ৩৮৯
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৩২