গীতিকার: লালন ফকির
শিরোনাম: না জেনে করণ কারণ কথায় কি হবে
না জেনে করণ কারণ কথায় কি হবে ।
কথায় যদি ফলে কৃষি তবে কেন বীজ রোপে ॥
গুড় বললে কি মুখ মিঠে হয় দ্বীপ না জালালে আঁধার কি যায় ।
তেমনই মতো হরি বলায় হরি কি পাবে ॥
রাজায় পৌরুষ করে জমির কর সে বাছে নারে ।
তেমনই সাঁইয়ের একবারি কার্য সে কি পৌরুষে ছাড়বে ॥
গুরু ধরে খোদাকে জানো সাঁইর আইন আমলে আনো ।
লালন বলে তবে মন সাঁই তোরে নেবে ॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৯৫
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪৩৩